এবার ভূমিকম্পে কেপেঁ উঠলো নেপাল।বুধবার ২২ ফেব্রুয়ারি দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলের বাজুরা শহরে এই ভকম্পন অনুভূত হয়।এর কেন্দ্র ছিল ঐ অঞ্চলের বিছায়া এলাকায়।রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
Thursday, February 23, 2023
চিনে কয়লা খনি ধষে মৃত অন্তত ২ নিখোঁ অর্ধশতাধিক।
কয়লা খনি ধষে চিনে নিহত হয়েছে কমপক্ষে ২ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে অর্ধশতাধীক।তাদের সন্ধানে অভিজান চালাচ্ছে উদ্ধাকারী দল। খবর বার্তা সংস্থা এপির।
বুধবার (২২ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলীয় মঙ্গোলীয়া অঞ্চলে স্থানীয সময় দুপুর একটার দিকে প্রথম এ ধষের ঘটনা ঘটে।উদ্ধার অভিজান শুরু হলে বিকাল শোয়া ৫ টার দিকে আবার ধষের ঘটনা ঘটে।
খবরে বলা হয় , এখন পর্যন্ত এ ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য কাজ করছে ১১ টি দলের পাঁচ শতাধিক উদ্ধারকর্মী।
গত বছর একাধিক নিরাপত্তা বিধী লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছিল প্রতিষ্ঠানটিকে।চিনের শীর্ষ কয়লাি উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলো অবস্থান মঙ্গোলীয়ায়।কাজের পরিবেশ নিশ্চিতে করাকড়ি না থাকায় প্রায়ই দূর্ঘটনার খবর পাওয়া যায় এসব খনিতে।২০২০ সালের ডিসেম্বরে একটি খনিতে কার্বো-মনোক্সাইড ছড়িয়ে মারা যায় ২৩ শ্রমিক।
তুরস্কের পর এবার চিন ও তাজিকিস্থানে শক্তিশালি ভূমিকম্প অনুভূত
এবার শক্তিশালী ভূমিকম্পে কেপেঁ উঠলো চিন ও তাজিকিস্থান।বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ৩৭ মিনিটে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় অঞ্চলটিতে।চিনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরা দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
Tuesday, February 21, 2023
সৌদির মরুভূমি ছেয়ে গেছে ফুলে ফুলে
ছবি :সংগৃহিত
সৌদি ইরাক সিমান্তের কাছাকাছি রাফা অঞ্চলের মরুভূমিতে সুগন্ধি বুনো ল্যাভেন্ডার ফুলে ছেয়ে গেছে।খবর আরটিইর।
ছবিঃসংগৃহিত
অন্য বছরের তুলনায় এবার শীতে বৃষ্টিও বেশি হয়েছে এই অঞ্চলে।এর প্রভাবে সৌদির উত্তর অঞ্চলে বিশাল বিস্তৃত অঞ্চল ছেয়ে গেছে বেগুনি রঙের ফুলে।
দিগন্ত বিস্তৃত এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন লোকজন।সুগন্ধি এই ফুলটির সৌদি আরবে বুনো ল্যাভেন্ডার নামে পরিচিত।
গত শীতে প্রচন্ড বৃষ্টিতে সৌদির পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় অনেক বন্যাও হয়েছে।
Sunday, February 19, 2023
ভুমিকম্পের ফলে ১০ ফুট পশ্চিমে সরে গিয়েছে তুরস্ক
ভুমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিকের প্লেটের মধ্যে ২২৫ কি.মি. দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্থ হয়েছে।যার ফলে তুরস্ক তার আগের অবস্থান থেকে প্রায় ১০ ফুট সরে গিয়েছে বলে দাবি এক ভূবিজ্ঞানির।ইটালির ভূমিকম্প বিষেশঙ্গ অধ্যাপক কার্লো ডগলিয়োনী আবার দাবি করেছেন, টেকটনিক প্লেটগুলোর সষ্ণালনের কারণে তুরস্ক প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গিয়েছে।তবে এটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলছেন ডগলিয়োনী।তার মতে আগামী দিনে উপগ্রহচিত্রের মাধ্যমে এই চিত্র আরো স্পষ্ট হবে।
অন্য দিকে ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বব হোল্ডসওয়ার্থ ডেইলি মেল কে জানিয়েছেন, ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে প্লেটের অবস্থান পরিবর্তন স্বাভাবিক।তার কথায় ৬.৫ থেকে ৬.৯ মাত্রার ভূমিকম্পের ফলে এক মিটার মতো প্লেটগুলি সরে যায়।তবে তার থেকে বড় মাপের কোন কম্পনে ১০-১৫ মিটার প্লেটগুলি সরে যেতে পারে।হোল্ডসওয়ার্থ এর মতে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।ফলে এক্ষেত্রে প্লেটগুলি সরে যাওয়াটা অস্বাভাবিক কিছু না।
ভূবিজ্ঞানিদের মতে,টেকটনিক প্লেটগুলি যেখানে একে অন্যের সাথে মেশে সেই চ্যুতিরেখায় কোন সংঘর্ষের ফলে বড় ধরণের ভূমিকম্প হয়।কিন্তু মাঝারি এবং হালকা ধরণের ভূমিকম্প প্লেটের মাঝ বরাবর সৃষ্ঠ কোন দোলাচলের কারণেও হয়ে থাকে।তুরস্কের ভৌগলীক অবস্থান এমনই যেেএটি তিনটি টেকটনিক প্লেটের মাঝ বরাবর অবস্থিত।তুরস্কের বেশিরভাগটাই রয়েছে অ্যানাটোলী প্লেটের উপর।এর উত্তরে রয়েছে ইউরেশীয় প্লেট আর দক্ষিনে রয়েছে আফ্রিকা প্লেট, পূর্বে আরবীয় প্লেট।ফলে দু’টি বড় চ্যুতিরেখা সৃষ্ঠ হয়েছে।একটি পূর্ব অ্যানাটোলীয় আরেকটি উত্তর অ্যানাটোলীয়।যে দুটি চ্যুতিরেখা অত্যন্ত কম্পনপ্রবণ।আরবীয় প্লেট যখন উত্তর দিকে িইউরেশীয় প্লেটের দিকে সরতে থাকে,তখন অ্যানাটোলীয় প্লেটের উপর চাপ বাড়ে এবং সেটিকে পশ্চিম দিকে অ্যাজিয়ান সাগরের দিকে ঠেলতে থাকে।সোমবার তুরস্কে যে ভূমিকম্প হয়েছিলো সেটি পূর্ব অ্যানাটোলীয় চ্যতিরেখার দক্ষিণ-পশ্চিম প্রান্তে।প্রথম কম্পনটির কেন্দ্রস্থল ছিলো ভূপৃষ্ট থেকে ১৮ কি.মি. গভীরে ২য়টি ১০ কি.মি গভীরে।
Saturday, February 18, 2023
তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৫হাজার ছাড়াল
৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সিমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে।
রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮।ভুমিকম্পনপীড়িত তুরস্কের ১০ টি অঙ্চলে ৩মাসের জরুরি অবস্তা জারি করা হয়েছে।
ভুমিকম্পনপীড়িত এলাকাগুলোতে যথাসময়ে যথেষ্ট ত্রান সামগ্রী না পৈাঁছানোয় খাদ্যসংকট দেখা দিয়েছে।
সেই সঙ্গে রয়েছে তীব্র শীত।ক্ষুদা ও তীব্র শীতে কষ্ট করছে অসংখ্য মানুষ।
পরিস্তিতি এমন যে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও) আশংকা প্রকাশ করে বলেছে, ভুমিকম্পে যারা বেঁচে গেচে,তাদেরও অনেকে মারা যেতে পারে,আশ্রয়, খাবার,সুপেয় পানি ও জ্বালানির অভাবে।
তুরস্কের সরকারি হিসাব অনুযায়ি, দেশটিতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে -এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি।আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক-এল মোস্তফা বেনলামিন জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্থ হয়েছে ১ কোটির বেশি মানুষ।সংস্থাটির আশংকা দুই দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।
Friday, February 17, 2023
যুক্তরাষ্ট্রে নার্সারিতে ভয়াবহ অগ্নিসংযোগ।
ছবি: সংগৃহিত
যুক্তরাষ্ট্রের একটি নার্সারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে পুরে গেছে প্রায় ২একর জায়গা জুরে রাখা প্লাস্টিকের পাত্র।খবর এপি নিউজের।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় কিসিমি নার্সারিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কতৃপক্ষ জানায় হটাৎ করেই আগুন লেগে যায় নার্সারিটিতে।এতে প্রথমে কালো ধোয়া তারপরে আগুনের শিখা ছড়িয়ে পরে চারদিকে।নার্সারির বাইরে বেশিরভাগ প্লাস্টিকের পাত্রই পূড়ে ছাই হয়ে গেছে।তবে আগুন লাগার কারণ এখনো জানা যায় নি, এ ব্যাপারে তদন্ত চলছে।
অর্থনৈতিক সংকটের জেরে লেবাননে একাধিক ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ।
লেবাননে চলমান অর্থনৈতিক সংকটের জেরে অন্তত ৬টি ব্যাংকে হামলা চালিয়েছে বিক্ষুব্দ আমানতকারিরা। এসময় একটি ব্যাংকে অগ্নিসংযোগও করা হয়। খবর ভয়েজ অব আমেরিকার।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) একাধিক ব্যাংকে হামলা চালায় বিক্ষুব্দরা। এসময় সরক অবরোধ করে বিক্ষোভও করেন গ্রাহকরা।
গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটে ভুগছে লেবানন। মুদ্রাস্ফীতি সামাল দিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তলনের উপর বিধিনিষেধ জারি করে দেশটির সরকার।এমনকি মার্কিন ডলারের লেনদেনও অবৈধ ঘোষনা করে দেশটির সরকার।এর কারণে বিভিন্ন সময়ই আন্দোলন বিক্ষোভ করে আসছে আমানোতকারিরা।হামলা বেড়েছে ব্যাংক এবং এর সাথে সংস্লিষ্ঠ সংস্থাগুলোতেও।