ছবি: সংগৃহিত
যুক্তরাষ্ট্রের একটি নার্সারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে পুরে গেছে প্রায় ২একর জায়গা জুরে রাখা প্লাস্টিকের পাত্র।খবর এপি নিউজের।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় কিসিমি নার্সারিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কতৃপক্ষ জানায় হটাৎ করেই আগুন লেগে যায় নার্সারিটিতে।এতে প্রথমে কালো ধোয়া তারপরে আগুনের শিখা ছড়িয়ে পরে চারদিকে।নার্সারির বাইরে বেশিরভাগ প্লাস্টিকের পাত্রই পূড়ে ছাই হয়ে গেছে।তবে আগুন লাগার কারণ এখনো জানা যায় নি, এ ব্যাপারে তদন্ত চলছে।
0 Comments:
Post a Comment