Friday, February 17, 2023

অর্থনৈতিক সংকটের জেরে লেবাননে একাধিক ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ।

Lebanon Tragedy
                    Picture by Pixabay.com

লেবাননে চলমান অর্থনৈতিক সংকটের জেরে অন্তত ৬টি ব্যাংকে হামলা চালিয়েছে বিক্ষুব্দ আমানতকারিরা। এসময় একটি ব্যাংকে অগ্নিসংযোগও করা হয়। খবর ভয়েজ অব আমেরিকার।


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) একাধিক ব্যাংকে হামলা চালায় বিক্ষুব্দরা। এসময় সরক অবরোধ করে বিক্ষোভও করেন গ্রাহকরা।

গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটে ভুগছে লেবানন। মুদ্রাস্ফীতি সামাল দিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তলনের উপর বিধিনিষেধ জারি করে দেশটির সরকার।এমনকি মার্কিন ডলারের লেনদেনও অবৈধ ঘোষনা করে দেশটির সরকার।এর কারণে বিভিন্ন সময়ই আন্দোলন বিক্ষোভ করে আসছে আমানোতকারিরা।হামলা বেড়েছে ব্যাংক এবং এর সাথে সংস্লিষ্ঠ সংস্থাগুলোতেও।

0 Comments:

Post a Comment