পরীমনি যার নাম এখন সবার মুখে মুখে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকার মধ্যে তিনি অন্যতম ।
বেশ কিছুদিন যাবত তাকে নিয়ে দেশজুড়ে চলেছে আলচোনা সমালোচনার ঝড়।
এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের খবরের শিরোনাম হলেন এই বিউটি কুইন।
নতুন খবর হচ্ছে, গত ১ আগস্ট রাতে নায়িকা পরীমণিকে নিয়ে ঢাকা মহানগর গো,য়েন্দা পু,লি,শের (ডি,বি) গুল,শান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন তাঁর সরকারি ফ্ল্যাটে অবস্থান করেন বলে অভিযোগ উঠে।
ওই দিনের ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ ফাঁ,স হয়েছে। এর পর জল গড়ায়নি।
পরীমণির সঙ্গে সম্প,র্কের বিষয় সামনে আসার পর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে সাকলায়েনকে।
আজ পরী-সাকলায়েনের আর একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ফাঁ,স করা হয়। সেখানে দেখা যায়, সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন একটি কেক পরীকে সঙ্গে নিয়ে কেক কাটছেন। পরে পরীমণি তাকে কেকটি খাইয়ে দেয়।
সাকলায়েনের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা জানতে পু,লিশ সদর দপ্তর থেকে তিন সদেস্যর একটি তদ,ন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলি,শের একটি সূত্র জানায়, পরীমণির সঙ্গে এডিসি গোলাম সাকলায়েনের পরিচয় হয় গেল জুন মাসে। ১৩ জুন উত্তরা বোট ক্লাবে ,ধ,ণ চে,ষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বি,রুদ্ধে মা,মলা করেন পরীমণি।
পরদিন উত্তরা থেকে নাসিরকে গ্রে,প্তার করে গোয়েন্দা পুলি,শের গুলশান বি,ভাগ। ওই সময় পরী মণিকে জিজ্ঞা,সা,বাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। তখনই পরীর সঙ্গে প্রথম পরিচয় সাকলায়েনের। সাকলায়েন ৩০তম বিসিএসের কর্ম,কর্তা।
https://youtu.be/A0a_uFqHZww
0 Comments:
Post a Comment