৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সিমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে।
রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮।ভুমিকম্পনপীড়িত তুরস্কের ১০ টি অঙ্চলে ৩মাসের জরুরি অবস্তা জারি করা হয়েছে।
ভুমিকম্পনপীড়িত এলাকাগুলোতে যথাসময়ে যথেষ্ট ত্রান সামগ্রী না পৈাঁছানোয় খাদ্যসংকট দেখা দিয়েছে।
সেই সঙ্গে রয়েছে তীব্র শীত।ক্ষুদা ও তীব্র শীতে কষ্ট করছে অসংখ্য মানুষ।
পরিস্তিতি এমন যে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও) আশংকা প্রকাশ করে বলেছে, ভুমিকম্পে যারা বেঁচে গেচে,তাদেরও অনেকে মারা যেতে পারে,আশ্রয়, খাবার,সুপেয় পানি ও জ্বালানির অভাবে।
তুরস্কের সরকারি হিসাব অনুযায়ি, দেশটিতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে -এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি।আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক-এল মোস্তফা বেনলামিন জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্থ হয়েছে ১ কোটির বেশি মানুষ।সংস্থাটির আশংকা দুই দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।
0 Comments:
Post a Comment