Sunday, February 19, 2023

ভুমিকম্পের ফলে ১০ ফুট পশ্চিমে সরে গিয়েছে তুরস্ক


 ভুমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিকের প্লেটের মধ্যে ২২৫ কি.মি. দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্থ হয়েছে।যার ফলে তুরস্ক তার আগের অবস্থান থেকে প্রায় ১০ ফুট সরে গিয়েছে বলে দাবি এক ভূবিজ্ঞানির।ইটালির ভূমিকম্প বিষেশঙ্গ অধ্যাপক কার্লো ডগলিয়োনী আবার দাবি করেছেন, টেকটনিক প্লেটগুলোর সষ্ণালনের কারণে তুরস্ক প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গিয়েছে।তবে এটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলছেন ডগলিয়োনী।তার মতে আগামী দিনে উপগ্রহচিত্রের মাধ্যমে এই চিত্র আরো স্পষ্ট হবে।

অন্য দিকে ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বব হোল্ডসওয়ার্থ ডেইলি মেল কে জানিয়েছেন, ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে প্লেটের অবস্থান পরিবর্তন স্বাভাবিক।তার কথায় ৬.৫ থেকে ৬.৯ মাত্রার ভূমিকম্পের ফলে এক মিটার মতো প্লেটগুলি সরে যায়।তবে তার থেকে বড় মাপের কোন কম্পনে ১০-১৫ মিটার প্লেটগুলি সরে যেতে পারে।হোল্ডসওয়ার্থ এর মতে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।ফলে এক্ষেত্রে প্লেটগুলি সরে যাওয়াটা অস্বাভাবিক কিছু না।

ভূবিজ্ঞানিদের মতে,টেকটনিক প্লেটগুলি যেখানে একে অন্যের সাথে মেশে সেই চ্যুতিরেখায় কোন সংঘর্ষের ফলে বড় ধরণের ভূমিকম্প হয়।কিন্তু মাঝারি এবং হালকা ধরণের ভূমিকম্প প্লেটের মাঝ বরাবর সৃষ্ঠ কোন দোলাচলের কারণেও হয়ে থাকে।তুরস্কের ভৌগলীক অবস্থান এমনই যেেএটি তিনটি টেকটনিক প্লেটের মাঝ বরাবর অবস্থিত।তুরস্কের বেশিরভাগটাই রয়েছে অ্যানাটোলী প্লেটের উপর।এর উত্তরে রয়েছে ইউরেশীয় প্লেট আর দক্ষিনে রয়েছে আফ্রিকা প্লেট, পূর্বে আরবীয় প্লেট।ফলে দু’টি বড় চ্যুতিরেখা সৃষ্ঠ হয়েছে।একটি পূর্ব অ্যানাটোলীয় আরেকটি উত্তর অ্যানাটোলীয়।যে দুটি চ্যুতিরেখা অত্যন্ত কম্পনপ্রবণ।আরবীয় প্লেট যখন উত্তর দিকে িইউরেশীয় প্লেটের দিকে সরতে থাকে,তখন অ্যানাটোলীয় প্লেটের উপর চাপ বাড়ে এবং সেটিকে পশ্চিম দিকে অ্যাজিয়ান সাগরের দিকে ঠেলতে থাকে।সোমবার তুরস্কে যে ভূমিকম্প হয়েছিলো সেটি পূর্ব অ্যানাটোলীয় চ্যতিরেখার দক্ষিণ-পশ্চিম প্রান্তে।প্রথম কম্পনটির কেন্দ্রস্থল ছিলো ভূপৃষ্ট থেকে ১৮ কি.মি. গভীরে ২য়টি ১০ কি.মি গভীরে।

0 Comments:

Post a Comment