Tuesday, February 21, 2023

সৌদির মরুভূমি ছেয়ে গেছে ফুলে ফুলে

 

                              ছবি :সংগৃহিত

সৌদি ইরাক সিমান্তের কাছাকাছি রাফা অঞ্চলের মরুভূমিতে সুগন্ধি বুনো ল্যাভেন্ডার ফুলে ছেয়ে গেছে।খবর আরটিইর।

                              ছবিঃসংগৃহিত

অন্য বছরের তুলনায় এবার শীতে বৃষ্টিও বেশি হয়েছে এই অঞ্চলে।এর প্রভাবে সৌদির উত্তর অঞ্চলে বিশাল বিস্তৃত অঞ্চল ছেয়ে গেছে বেগুনি রঙের ফুলে।

দিগন্ত বিস্তৃত এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন লোকজন।সুগন্ধি এই ফুলটির সৌদি আরবে বুনো ল্যাভেন্ডার নামে পরিচিত।

গত শীতে প্রচন্ড বৃষ্টিতে সৌদির পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় অনেক বন্যাও হয়েছে।

0 Comments:

Post a Comment