Thursday, February 23, 2023

তুরস্কের পর এবার চিন ও তাজিকিস্থানে শক্তিশালি ভূমিকম্প অনুভূত

earthquake in china


এবার শক্তিশালী ভূমিকম্পে কেপেঁ উঠলো চিন ও তাজিকিস্থান।বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ৩৭ মিনিটে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় অঞ্চলটিতে।চিনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরা দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মার্কিন ভূতথ্য জরিপ সংস্থা ইউএসজিএস জানায় চিন সিমান্ত থেকে ৮২ কিলোমিটার দুরে তাজিকিস্থাসের গর্নো- বাদাকশান এলাকায় এ ভমিকম্প অনুভূত হয়।ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিলো এর উৎপত্তিস্থল।২০ মিনিট পর অনুভূত হয় ৫ মাত্রার আফটার শক।
এ ঘটনায় এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই।দূর্গম পাহাড়ি এলাকা বলে খুব একটা জনবসতি নাই এজন্য ক্ষয়ক্ষতির আশংকা কম।

0 Comments:

Post a Comment