Wednesday, October 4, 2023

নোবেল পুরস্কার জয়ের কল পেয়ে অধ্যাপক অ্যানি বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি

 

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার । পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক । নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন কল দেয়া হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে । একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি । ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন । নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান । অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি ।

কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার । পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ । প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান ।

ক্লাস লেকচারে ব্যস্ত থাকার কথা শুনে কলদাতা জানতে চান তিনি এই সুখবরটি তার শিক্ষার্থীদের জানাবেন কি না? উত্তরে তিনি বলেন, তাদেরকে অবশ্যই জানাবো । তারা জানলে আশা করি অনেক খুশি হবে । এটা অবশ্যই তাদের জন্য অনেক মজাদার বিষয় হবে । তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে ।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ । নোবেল প্রাইজ নামক ভেরিফাইড পেজে অ্যানি এল’হুলিয়ারের ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল পুরস্কার পাওয়া অ্যানি এল’হুলিয়ারকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি । যখন আমাদের নতুন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীকে কল দেয়া হয় তখন তিনি লুন্ড ইউনিভার্সিটিতে লেকচারে ব্যস্ত ছিলেন । পরবর্তীতে এক পর্যায়ে তিনি লক্ষ করেন তার ফোনে একাধিক মিস কল রয়েছে । অতঃপর ক্লাস বিরতিতে ফোন রিসিভ করেন তিনি । তবে পুরস্কারের খবরের পর, এল’হুলিয়ার পুনরায় তার শিক্ষার্থীদের কাছে ফিরে যান ।


এছাড়াও, অ্যানি এল’হুলিয়ারকে পুরস্কারের সংবাদ দেয়ার সেই ফোন কলের রেকর্ডটিও ফেসবুকে পাবলিশ করেছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ । যেখানে শোনা যায় তিনি ক্লাসের জন্য নিজের ব্যস্ততা প্রকাশ করছেন ।

উল্লেখ্য, ইলেকট্রন গতিবিদ্যার অধ্যায়নে ‘ অ্যাটোসেকেন্ডে আলোর স্পন্দন ’ বের করার ফর্মুলা আবিষ্কারের জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন । মঙ্গলবার( ৩ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করেছে । পুরস্কার হিসাবে বিজয়ী তিনজন পাচ্ছেন মোট এক কোটি ১০ লাখ ক্রোনার( ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার) ।

রয়েল সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, মানবতাকে পরমাণু ও অণুর ভেতরে ইলেক্ট্রনের জগত অন্বেষণের জন্য নতুন রসদ জুগিয়েছে এই তিনজনের গবেষণা । যেখানে ইলেক্ট্রনগুলো চলে বা শক্তি পরিবর্তন করে, সেখানে আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় তারা উদ্ভাবন করেছেন, যা দ্রুত প্রক্রিয়াগুলো পরিমাপে ব্যবহার করা যেতে পারে ।

Thursday, May 4, 2023

ইন্টারনেট ডেটা তারাতারি শেষ হয়ে যাচ্ছে? জেনে নিন চারটি কৌশল

                                                     ছবিঃসংগৃহিত



ডেটা দ্রুত শেষ হয়ে যায়। প্রয়োজনের সময় ডেটা থাকে না।এমন সমস্যা বেশিরভাগেরেই হয়ে থাকে।কিভাবে ডেটা বাঁচাতে পারবেন চলুন জেনে নেওয়া যাক।

বর্তমানে মোবাইল ফোন ছাড়া অনেকেরই একটা দিনও কাটে না।আর মোবাইল ফোন মানেই ইন্টারনেট ডেটা।তবে অনেক সময় ডেটা প্রয়োজনের সময় ফুরিয়ে যায়।যাদের বাড়িতে ওয়াইফাই তাদের কোন চিন্তা নাই।তবে শুধু মোবাইল ডেটা যাদের ভরসা তাদের জন্য ডেটা শেষ হয়ে যাওয়া বড় একটি সমস্যা।

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সারাদিনের জন্য ডেটা বাচিয়ে রাখবেন।কি করলে ডেটা কম খরচ হবে।


বেশি ডেটা খরচ করে এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিন।সোস্যাল মিডিয়ায় ভিডিও দেখে বেশি ডেটা খরচ করে ফেলেন। তাছাড়া বেশি বিজ্ঞাপন দেখায় এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিতে হবে।
অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলতে থাকে।সেগুলো নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করে নিচ্ছে আপনার অজান্তেই।এটার জন্য আপনি ওয়াইফাইরের মাধ্যমে অটো আপডেট অন করে রাখবেন।এতে করে আপনার ফোনের অ্যাপগুলি শুধুমাত্র ওয়াইফাইয়ে আপডেট হবে ডেটা খরচ হবে না।

মোবাইল দিয়ে ভালো ছবি এবং সেলফি তুলবেন যেভাবে

 

                                       ছবিঃ সেলফি

যতই ভালো মানের স্মার্টফোন থাক না কেন কিছু কৌশল অবলম্বন না করলে আপনি ভালো মানের ছবি তুলতে পারবেন না।কৌশলগুলো জেনে নেওয়া যাক-


  • ফ্লাশ ব্যবহার না করা
  • পর্যাপ্ত আলো
  • টাইমার ব্যবহার
  • ওয়াইড আঙ্গেল মুড ব্যবহার
  • বিভিন্ন কোণ থেকে ছবি তোলা

Tuesday, May 2, 2023

৮০ হাজার অশ্লিল ভিডিও হ্যাক গ্রেফতার অভিযুক্ত

 এফবিআই জানিয়েছে 2010-2016 সালের মধ্যে টেলর ৮০ হাজার ছবি ও ভিডিও হ্যাক করেছিলেন।আটক হবার আগে হাজার খানেক আবার ডিলিটও করেন তিনি।

                                বাড়িতে বসেই মহিলাদের উপর নজরদারি করতেন অভিযুক্ত হ্যাকার। প্রতীকী ছবি:

পৃথিবীব্যাপি হাজার হাজার ভিডিও হ্যাকিংয়ের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।ম্যালওয়ার ব্যবহার করে মহিলাদের ওয়েবক্যামেরা হ্যাক করে সেসব অশ্লিল ভিডিও ধারণ করতো অভিযুক্ত।সম্প্রতি তাকে গ্রেফতার করেছে এফবিআই।

টেলর নামের ঐ যুবক মানুষের কাছে পর্ণ ছবি বা ভিডিও লিংক পাঠাতেন যাতে কেউ ক্লিক করলে তার ওয়েবক্যাম টেলরের নিয়ন্ত্রণে চলে যেত। এভাবে সে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করতো।

৬০ বছর বয়সি টেলর ম্যালওয়ার ব্যবহার করে ৭৭২ জনের ওয়েবক্যাম হ্যাক করেন।আর এভাবেই মহিলাদের ৮০ হাজার ভিডিও ধারণ করে নেন তিনি।

গোপন সূত্রে এফবিআই খবর পেয়েছিলেন যে, বৃটেনে এক ব্যক্তি ঘরে বসে মহিলাদের উপর নজরদারি করছেন।তদন্তের জন্য জর্জিয়ার এক ছাত্রির ল্যাপটপ পরিক্ষা করেন।তাতে দেখা যায় তার ল্যাপটপটিও হ্যাক হয়েছে।যে ম্যালওয়ার ব্যবহার করে হ্যাক করা হয়েছে সেটির লংিক আবার টেলরের হ্যাকং সিস্টেমের সাথে সরাসরি যুক্ত।

Friday, April 28, 2023

বাংলাদেশের জন্য “বিজ্ঞাপন” সীমিত করেছে ফেসবুক

 


বাংলাদেশের জন্য বিজ্ঞাপন স্পেস সীমিত করেছে মেটা প্লাটফর্ম ফেসবুক। ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুলের পক্ষ্ থেকে বলা হয়েছে, তারা সাময়িকভাবে বাংলাদেশে সেবা দিতে পারছে না।

গ্রাহকদের কাছে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব বাজারে ডলার সংকট ও ওরমিটেন্স সংক্রান্ত নানা জটিলতার কারণে তারা আপাতত বাংলাদেশ থেকে বিজ্ঞাপন নেয়া বন্ধ রেখেছে।

এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড এর পরিচালক সানি নাগপাল জানিয়েছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Thursday, April 20, 2023

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনবেন যেভাবে

 

                              মুঠোফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা যায়

আনন্দের মুহুর্তগুলো ধরে রাখতে অনেকেই মুঠোফোনে ছবি তুলে রাখেন।মোবাইলে ছবি তুললেই তা জমা হয় মোবাইলের গ্যালারি অ্যাপে।কিন্তু কোন কোন সময় গ্যালারি থেকে অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে গিয়ে গুরুত্বপূর্ণ ছবিও ডিলিট হয়ে যায়।তখন বেশ সমস্যায় পড়তে হয়।তবে চাইলেই বেশ কিছু কৌশল অবলম্বন করে ফিরিয়ে আনা যায় ছবিগুলো।

রিসাইকেল বিন পরিক্ষা করা

মনের ভুলে ছবি মুছে ফেলার পরপরই মোবাইলে অনান্য কাজ করা বন্ধ করে দিতে হবে।কারণ মুঠোফোন ব্যবহার করার ফলে মুঠোফোনে তথ্য জমা হতে থাকে তাই বেশি ব্যবহার করলে মুছে যাওয়া ছবির স্থানও দখল হয়ে যেতে পারে।গ্যালারি অ্যাপ থেকে মুছে ফেলা ছবি সাধারণত রিসাইকেল বিন অথবা ট্রাশ অপশনে জমা থাকে।৩০ থেকে ৬০ দিন পর তা স্থায়িভাবে ডিলিট হয়ে যায়।তাই মুছে ফেলা ছবি উদ্ধারের জন্য প্রথমেই গ্যালারি অ্যাপের নিচে থাকা তিনটি রেখা মেনুতে ক্লিক করে রিসাইকেল বিন বা ট্রাশ অপশনে প্রবেশ করতে হবে।এরপর ছবি সিলেক্ট করে রেসটোর অপশনে ক্লিক করলেই আবার গ্যালারি অ্যাপে ফিরে আসে।

ক্লাউড স্টোরে পরীক্ষা করা

ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগোল ড্রাইভ,গুগোল ফটোজ,ওয়ান ড্রাইভ,ড্রপবক্স ব্যবহার করেন।গ্যালারি থেকে মুছে ফেলা ছবির ব্যাকআপ এসব ক্লাউড সেবায় সংরক্ষণ করা থাকতে পারে।তাই নির্দিষ্ট ক্লাউড সেবায় প্রবেশ করে সহজেই মুছে ফেলা ছবি উদ্ধার করা যায়।

Saturday, March 4, 2023

চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ৫


 হাসপাতালে স্বজনদের কান্না।

বাংলাদেশে চট্টগ্রামের একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার তৎপরতা এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিলো।

রাত আটটার দিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়েছে, আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে উদ্ধার তৎপরতা তখনো চলছিলো।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিহত ও আহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।

“সর্বাত্মক উদ্ধার তৎপরতা চলছে। চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে । আর হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন,” বলছিলেন মি. ইসলাম।

source BBC Bangla