Thursday, April 20, 2023

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনবেন যেভাবে

 

                              মুঠোফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা যায়

আনন্দের মুহুর্তগুলো ধরে রাখতে অনেকেই মুঠোফোনে ছবি তুলে রাখেন।মোবাইলে ছবি তুললেই তা জমা হয় মোবাইলের গ্যালারি অ্যাপে।কিন্তু কোন কোন সময় গ্যালারি থেকে অপ্রয়োজনীয় ছবি ডিলিট করতে গিয়ে গুরুত্বপূর্ণ ছবিও ডিলিট হয়ে যায়।তখন বেশ সমস্যায় পড়তে হয়।তবে চাইলেই বেশ কিছু কৌশল অবলম্বন করে ফিরিয়ে আনা যায় ছবিগুলো।

রিসাইকেল বিন পরিক্ষা করা

মনের ভুলে ছবি মুছে ফেলার পরপরই মোবাইলে অনান্য কাজ করা বন্ধ করে দিতে হবে।কারণ মুঠোফোন ব্যবহার করার ফলে মুঠোফোনে তথ্য জমা হতে থাকে তাই বেশি ব্যবহার করলে মুছে যাওয়া ছবির স্থানও দখল হয়ে যেতে পারে।গ্যালারি অ্যাপ থেকে মুছে ফেলা ছবি সাধারণত রিসাইকেল বিন অথবা ট্রাশ অপশনে জমা থাকে।৩০ থেকে ৬০ দিন পর তা স্থায়িভাবে ডিলিট হয়ে যায়।তাই মুছে ফেলা ছবি উদ্ধারের জন্য প্রথমেই গ্যালারি অ্যাপের নিচে থাকা তিনটি রেখা মেনুতে ক্লিক করে রিসাইকেল বিন বা ট্রাশ অপশনে প্রবেশ করতে হবে।এরপর ছবি সিলেক্ট করে রেসটোর অপশনে ক্লিক করলেই আবার গ্যালারি অ্যাপে ফিরে আসে।

ক্লাউড স্টোরে পরীক্ষা করা

ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগোল ড্রাইভ,গুগোল ফটোজ,ওয়ান ড্রাইভ,ড্রপবক্স ব্যবহার করেন।গ্যালারি থেকে মুছে ফেলা ছবির ব্যাকআপ এসব ক্লাউড সেবায় সংরক্ষণ করা থাকতে পারে।তাই নির্দিষ্ট ক্লাউড সেবায় প্রবেশ করে সহজেই মুছে ফেলা ছবি উদ্ধার করা যায়।

0 Comments:

Post a Comment