Thursday, May 4, 2023
ছবিঃসংগৃহিত
ডেটা দ্রুত শেষ হয়ে যায়। প্রয়োজনের সময় ডেটা থাকে না।এমন সমস্যা বেশিরভাগেরেই হয়ে থাকে।কিভাবে ডেটা বাঁচাতে পারবেন চলুন জেনে নেওয়া যাক।
বর্তমানে মোবাইল ফোন ছাড়া অনেকেরই একটা দিনও কাটে না।আর মোবাইল ফোন মানেই ইন্টারনেট ডেটা।তবে অনেক সময় ডেটা প্রয়োজনের সময় ফুরিয়ে যায়।যাদের বাড়িতে ওয়াইফাই তাদের কোন চিন্তা নাই।তবে শুধু মোবাইল ডেটা যাদের ভরসা তাদের জন্য ডেটা শেষ হয়ে যাওয়া বড় একটি সমস্যা।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সারাদিনের জন্য ডেটা বাচিয়ে রাখবেন।কি করলে ডেটা কম খরচ হবে।
বেশি ডেটা খরচ করে এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিন।সোস্যাল মিডিয়ায় ভিডিও দেখে বেশি ডেটা খরচ করে ফেলেন। তাছাড়া বেশি বিজ্ঞাপন দেখায় এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিতে হবে।
অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলতে থাকে।সেগুলো নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করে নিচ্ছে আপনার অজান্তেই।এটার জন্য আপনি ওয়াইফাইরের মাধ্যমে অটো আপডেট অন করে রাখবেন।এতে করে আপনার ফোনের অ্যাপগুলি শুধুমাত্র ওয়াইফাইয়ে আপডেট হবে ডেটা খরচ হবে না।
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment