Thursday, May 4, 2023
মোবাইল দিয়ে ভালো ছবি এবং সেলফি তুলবেন যেভাবে
ছবিঃ সেলফি
- ফ্লাশ ব্যবহার না করা
- পর্যাপ্ত আলো
- টাইমার ব্যবহার
- ওয়াইড আঙ্গেল মুড ব্যবহার
- বিভিন্ন কোণ থেকে ছবি তোলা
Tuesday, May 2, 2023
৮০ হাজার অশ্লিল ভিডিও হ্যাক গ্রেফতার অভিযুক্ত
এফবিআই জানিয়েছে 2010-2016 সালের মধ্যে টেলর ৮০ হাজার ছবি ও ভিডিও হ্যাক করেছিলেন।আটক হবার আগে হাজার খানেক আবার ডিলিটও করেন তিনি।
বাড়িতে বসেই মহিলাদের উপর নজরদারি করতেন অভিযুক্ত হ্যাকার। প্রতীকী ছবি:পৃথিবীব্যাপি হাজার হাজার ভিডিও হ্যাকিংয়ের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।ম্যালওয়ার ব্যবহার করে মহিলাদের ওয়েবক্যামেরা হ্যাক করে সেসব অশ্লিল ভিডিও ধারণ করতো অভিযুক্ত।সম্প্রতি তাকে গ্রেফতার করেছে এফবিআই।
টেলর নামের ঐ যুবক মানুষের কাছে পর্ণ ছবি বা ভিডিও লিংক পাঠাতেন যাতে কেউ ক্লিক করলে তার ওয়েবক্যাম টেলরের নিয়ন্ত্রণে চলে যেত। এভাবে সে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করতো।
৬০ বছর বয়সি টেলর ম্যালওয়ার ব্যবহার করে ৭৭২ জনের ওয়েবক্যাম হ্যাক করেন।আর এভাবেই মহিলাদের ৮০ হাজার ভিডিও ধারণ করে নেন তিনি।
গোপন সূত্রে এফবিআই খবর পেয়েছিলেন যে, বৃটেনে এক ব্যক্তি ঘরে বসে মহিলাদের উপর নজরদারি করছেন।তদন্তের জন্য জর্জিয়ার এক ছাত্রির ল্যাপটপ পরিক্ষা করেন।তাতে দেখা যায় তার ল্যাপটপটিও হ্যাক হয়েছে।যে ম্যালওয়ার ব্যবহার করে হ্যাক করা হয়েছে সেটির লংিক আবার টেলরের হ্যাকং সিস্টেমের সাথে সরাসরি যুক্ত।