Thursday, May 4, 2023

ইন্টারনেট ডেটা তারাতারি শেষ হয়ে যাচ্ছে? জেনে নিন চারটি কৌশল

                                                     ছবিঃসংগৃহিত



ডেটা দ্রুত শেষ হয়ে যায়। প্রয়োজনের সময় ডেটা থাকে না।এমন সমস্যা বেশিরভাগেরেই হয়ে থাকে।কিভাবে ডেটা বাঁচাতে পারবেন চলুন জেনে নেওয়া যাক।

বর্তমানে মোবাইল ফোন ছাড়া অনেকেরই একটা দিনও কাটে না।আর মোবাইল ফোন মানেই ইন্টারনেট ডেটা।তবে অনেক সময় ডেটা প্রয়োজনের সময় ফুরিয়ে যায়।যাদের বাড়িতে ওয়াইফাই তাদের কোন চিন্তা নাই।তবে শুধু মোবাইল ডেটা যাদের ভরসা তাদের জন্য ডেটা শেষ হয়ে যাওয়া বড় একটি সমস্যা।

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সারাদিনের জন্য ডেটা বাচিয়ে রাখবেন।কি করলে ডেটা কম খরচ হবে।


বেশি ডেটা খরচ করে এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিন।সোস্যাল মিডিয়ায় ভিডিও দেখে বেশি ডেটা খরচ করে ফেলেন। তাছাড়া বেশি বিজ্ঞাপন দেখায় এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিতে হবে।
অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলতে থাকে।সেগুলো নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করে নিচ্ছে আপনার অজান্তেই।এটার জন্য আপনি ওয়াইফাইরের মাধ্যমে অটো আপডেট অন করে রাখবেন।এতে করে আপনার ফোনের অ্যাপগুলি শুধুমাত্র ওয়াইফাইয়ে আপডেট হবে ডেটা খরচ হবে না।

মোবাইল দিয়ে ভালো ছবি এবং সেলফি তুলবেন যেভাবে

 

                                       ছবিঃ সেলফি

যতই ভালো মানের স্মার্টফোন থাক না কেন কিছু কৌশল অবলম্বন না করলে আপনি ভালো মানের ছবি তুলতে পারবেন না।কৌশলগুলো জেনে নেওয়া যাক-


  • ফ্লাশ ব্যবহার না করা
  • পর্যাপ্ত আলো
  • টাইমার ব্যবহার
  • ওয়াইড আঙ্গেল মুড ব্যবহার
  • বিভিন্ন কোণ থেকে ছবি তোলা

Tuesday, May 2, 2023

৮০ হাজার অশ্লিল ভিডিও হ্যাক গ্রেফতার অভিযুক্ত

 এফবিআই জানিয়েছে 2010-2016 সালের মধ্যে টেলর ৮০ হাজার ছবি ও ভিডিও হ্যাক করেছিলেন।আটক হবার আগে হাজার খানেক আবার ডিলিটও করেন তিনি।

                                বাড়িতে বসেই মহিলাদের উপর নজরদারি করতেন অভিযুক্ত হ্যাকার। প্রতীকী ছবি:

পৃথিবীব্যাপি হাজার হাজার ভিডিও হ্যাকিংয়ের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।ম্যালওয়ার ব্যবহার করে মহিলাদের ওয়েবক্যামেরা হ্যাক করে সেসব অশ্লিল ভিডিও ধারণ করতো অভিযুক্ত।সম্প্রতি তাকে গ্রেফতার করেছে এফবিআই।

টেলর নামের ঐ যুবক মানুষের কাছে পর্ণ ছবি বা ভিডিও লিংক পাঠাতেন যাতে কেউ ক্লিক করলে তার ওয়েবক্যাম টেলরের নিয়ন্ত্রণে চলে যেত। এভাবে সে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করতো।

৬০ বছর বয়সি টেলর ম্যালওয়ার ব্যবহার করে ৭৭২ জনের ওয়েবক্যাম হ্যাক করেন।আর এভাবেই মহিলাদের ৮০ হাজার ভিডিও ধারণ করে নেন তিনি।

গোপন সূত্রে এফবিআই খবর পেয়েছিলেন যে, বৃটেনে এক ব্যক্তি ঘরে বসে মহিলাদের উপর নজরদারি করছেন।তদন্তের জন্য জর্জিয়ার এক ছাত্রির ল্যাপটপ পরিক্ষা করেন।তাতে দেখা যায় তার ল্যাপটপটিও হ্যাক হয়েছে।যে ম্যালওয়ার ব্যবহার করে হ্যাক করা হয়েছে সেটির লংিক আবার টেলরের হ্যাকং সিস্টেমের সাথে সরাসরি যুক্ত।