Thursday, March 2, 2023

প্রেমিকার কাছ থেকে এক টুকরো চিপস নেয়ায় গাড়ি চাপা দেয়ার চেষ্টা প্রেমিককে

 

প্রেমিকের অপরাধ প্রেমিকার কাছ থেকে এক টুকরো চিপস নিয়েছে প্রেমিক।এতেই চটেছেন প্রেমিকা।গাড়ি থেকে প্রেমিককে বের করে দিয়েই ক্ষ্যান্ত হননি তিনি।তাকে গাড়িচাপা দেয়ার চেষ্টাও করেছেন তিনি।ঘটনাটি ঘটেছে অষ্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে।খবর এনডিটিভির

অষ্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়,  ঔ প্রেমিকের নাম ম্যাথিউ ফিন।প্রেমিকা চার্লস হ্যারিসনের বিরুদ্ধে শহরটির ম্যজিষ্ট্রেট আদালতে তিনি বলেন গত ২৬ ফেব্রুয়ারি প্রেমিকার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন।তখনই এ ঘটনা ঘটে।
আদালতে প্রেমিক ফিন বলেন,প্রেমিকার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলাম ।আমি মনে করেছিলাম তার খাওয়া শেষ। এরপরও তার কাছে চিপস চাওয়া উচিৎ হয়নি।আমি যখন একটি চিপস নিলাম তখন, সে রাস্তার পাশে গাড়িটি থামালো এবং ্োমাকে বের হয়ে যেতে বললো।আমি গাড়ি থেকে বের হলাম এবং গাড়িটিকে আমার দিকে আসতে দেখলাম।আমি প্রাণ বাঁচাতে এক পাশে লাঁফ দেই।
 এ অভিযোগ অস্বীকার প্রেমিকা র্চালস হ্যারিসন বলেছেন এটা নিছক দূর্ঘটনা ছিলো।
তিনি প্রেমিক ফিনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পথে ফিন তাকে হামলা করে। তাই নিজেকে বাঁচাতে গাড়ি থামিয়ে ফিনকে বের করে দেন।

হ্যারিসনের আইনজীবী বলেন, প্রেমিককে নামিয়ে দেয়ার পর হামলার বিষয়টি পুলিশকে জানানোর জন্য হ্যারিসন গাড়িটি উল্টো দিকে ঘুরাচ্ছিলেন। সময় দুর্ঘটনাবশত অ্যাক্সিলেটরে তার পা পড়ে যায়। ফলে গাড়িটি ছুটে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি গাড়িতে আঘাত হানে।

ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকা চার্লট হ্যারিসনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাসা থেকে বের হতে পারবেন না। সেদিন ঘটনার বিচার হবে।

0 Comments:

Post a Comment