Saturday, March 4, 2023

চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ৫


 হাসপাতালে স্বজনদের কান্না।

বাংলাদেশে চট্টগ্রামের একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার তৎপরতা এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিলো।

রাত আটটার দিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়েছে, আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে উদ্ধার তৎপরতা তখনো চলছিলো।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিহত ও আহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।

“সর্বাত্মক উদ্ধার তৎপরতা চলছে। চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে । আর হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন,” বলছিলেন মি. ইসলাম।

source BBC Bangla

Thursday, March 2, 2023

বিশ্বকাপজয়ী স্টাপ সতীর্তদের স্বর্নে মোড়ানো আইফোন উপহার মেসির

 

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সতীর্থ স্টাফদের ৩৫টি আইফোন উপহার দিয়েছেন লিওনেল মেসি। প্রতিটি আইফোন- আবার স্বর্ণে মোড়ানো। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের

সতীর্থদের প্রতি লিওনেল মেসির ভালোবাসা নতুন কিছু নয়। এর আগেও তিনি ভালোভাসার বহিঃপ্রকাশ করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আইফোন ১৪ প্রো মডেল উপহার দেন মেসি। আর মোড়ানো থাকা স্বর্ণের মান ২৪ ক্যারেট। বিশেষভাবে তৈরি করা হয় ৩৫টি আইফোন।

https://twitter.com/CrewsMat10/status/1631107387737399296?s=20

প্রত্যেকটি ফোনের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, তিনটি তারকা, খেলোয়াড়ের নাম জার্সি নাম্বার খোদাই করা আছে। আর একটি কথাও লেখা হয়েছেবিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২

এই ৩৫টি বিশেষ ডিজাইনের আইফোন উপহার দিতে মেসি খরচ করেছেন লাখ ইউরো।

আই-ডিজাইন গোল্ডের সিইও বেন লিয়ন্সদ্য সান’-কে জানিয়েছেন, লিওনেল মেসি কেবল সর্বকালের শ্রেষ্ঠ নন, সে আই-ডিজাইন গোল্ডের অন্যতম অনুগত গ্রাহক। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। সে আমাদের জানান, স্মরণীয় মুহূর্ত উদযাপন করার জন্য বাকি সতীর্থ, সাপোর্ট স্টাফদের বিশেষ কিছু উপহার দিতে চান। তবে সাধারণ ঘড়ি দিতে চাইছিল না। তারপরেই আমি সোনার আইফোনে নিজেদের নাম খোদাই করা উপহারের কথা জানাই। সঙ্গে সঙ্গেই আমার আইডিয়া পছন্দ হয়ে যায় মেসির।

দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে গত ডিসেম্বরে লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপে শিরোপা জয় করে টিম আর্জেন্টিনা। ফুটবল ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে মেসির হাতে ধরা দেয় অধরা সেই সোনালি ট্রফি। বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের বন্দনায় মেতেছিলেন এলএমটেন।

 


প্রেমিকার কাছ থেকে এক টুকরো চিপস নেয়ায় গাড়ি চাপা দেয়ার চেষ্টা প্রেমিককে

 

প্রেমিকের অপরাধ প্রেমিকার কাছ থেকে এক টুকরো চিপস নিয়েছে প্রেমিক।এতেই চটেছেন প্রেমিকা।গাড়ি থেকে প্রেমিককে বের করে দিয়েই ক্ষ্যান্ত হননি তিনি।তাকে গাড়িচাপা দেয়ার চেষ্টাও করেছেন তিনি।ঘটনাটি ঘটেছে অষ্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে।খবর এনডিটিভির

অষ্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়,  ঔ প্রেমিকের নাম ম্যাথিউ ফিন।প্রেমিকা চার্লস হ্যারিসনের বিরুদ্ধে শহরটির ম্যজিষ্ট্রেট আদালতে তিনি বলেন গত ২৬ ফেব্রুয়ারি প্রেমিকার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন।তখনই এ ঘটনা ঘটে।
আদালতে প্রেমিক ফিন বলেন,প্রেমিকার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলাম ।আমি মনে করেছিলাম তার খাওয়া শেষ। এরপরও তার কাছে চিপস চাওয়া উচিৎ হয়নি।আমি যখন একটি চিপস নিলাম তখন, সে রাস্তার পাশে গাড়িটি থামালো এবং ্োমাকে বের হয়ে যেতে বললো।আমি গাড়ি থেকে বের হলাম এবং গাড়িটিকে আমার দিকে আসতে দেখলাম।আমি প্রাণ বাঁচাতে এক পাশে লাঁফ দেই।
 এ অভিযোগ অস্বীকার প্রেমিকা র্চালস হ্যারিসন বলেছেন এটা নিছক দূর্ঘটনা ছিলো।
তিনি প্রেমিক ফিনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পথে ফিন তাকে হামলা করে। তাই নিজেকে বাঁচাতে গাড়ি থামিয়ে ফিনকে বের করে দেন।

হ্যারিসনের আইনজীবী বলেন, প্রেমিককে নামিয়ে দেয়ার পর হামলার বিষয়টি পুলিশকে জানানোর জন্য হ্যারিসন গাড়িটি উল্টো দিকে ঘুরাচ্ছিলেন। সময় দুর্ঘটনাবশত অ্যাক্সিলেটরে তার পা পড়ে যায়। ফলে গাড়িটি ছুটে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি গাড়িতে আঘাত হানে।

ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকা চার্লট হ্যারিসনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাসা থেকে বের হতে পারবেন না। সেদিন ঘটনার বিচার হবে।