হাসপাতালে স্বজনদের কান্না।
বাংলাদেশে চট্টগ্রামের একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার তৎপরতা এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিলো।
রাত আটটার দিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়েছে, আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে উদ্ধার তৎপরতা তখনো চলছিলো।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং নিহত ও আহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।
“সর্বাত্মক উদ্ধার তৎপরতা চলছে। চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে । আর হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন,” বলছিলেন মি. ইসলাম।
source BBC Bangla