ইসলাম শান্তির ধর্ম
যারা ইসলামকে ঠেকাতে চায় দয়া করে তাদের ফাঁদে পা দিয়ে দাঙ্গা সৃস্টি করবেন না। এমনটাও হতে পারে তারা চায় মুসলিম আর হিন্দু আলাদা করে রাখি এতে করে মাঝে মাঝে দাঙ্গা সৃস্টি হবে আর মিডিয়ার মাধ্যমে মুসলিমদের দোষী প্রমাণ করবো এভাবে ইসলামকে ঠেকানো সহজ হবে।যেমনটা ইন্ডিয়াতে হয় দুই ধর্মের মানুষকে আলাদা করে রাখো, মুল কথা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা নবী মোহাম্মদের (সাঃ) থেকে বড় ধর্মপ্রচারক হয়ে যাইনি।তিনি যেভাবে দাওয়াতি কাজ করেছেন ঠিক সেভাবেই আমরা ধর্ম প্রচার করবো এর বাইরে যতই নতুন সিস্টেম আবিষ্কার করি এতে করে নিজেদের ক্ষতি ছাড়া লাভ হবে না।
0 Comments:
Post a Comment