শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতি। এতে অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পে গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাইতির প্রধানমন্ত্রী বলেছেন, ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন তিনি।
২০১০ সালের ভূমিকম্পের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে–ইউএসজিএসের তথ্যমতে, শনিবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে।
প্রায় ১২৫ কিলোমিটার দূরের রাজধানী পোর্ট অব প্রিন্স এ ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রতিবেশী দেশগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের বাসিন্দা ক্রিস্টেলা সেন্ট হিলাইরে এএফপিকে বলেছেন, বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক মানুষ মারা গেছেন। অনেকে হাসপাতালে আছেন।
0 Comments:
Post a Comment