প্রতীকী ছবি
প্রতিবেশীর শীৎকারে বিরক্ত তিনি।দিন-রাত যৌনতায় মত্ত থাকে প্রতিবেশী যুগল।আর তাদের শীৎকারের শব্দে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগার।মধ্য রাতে নাকি আঁতকে ওঠেন তিনি।শব্দের দাপটে নাকি কাঁপতে থাকে তার বাড়ির আসবাব! তাই নিয়ে ইংল্যান্ডের একটি ওয়েবসাইটে বিস্তারিত অভিঙ্গতার বিবরণ দিলেন একজন ব্রিটিশ মহিলা।
ঔই যুগলের মহিলা সঙ্গীটিকে নিয়ে তার অভিযোগ।মধ্যরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যায়,অভিযোগ মহিলার।তিনি আর তার স্বামী নাকি বসে থাকেন ধীর্ঘ ক্ষণ।অভিযোগকারী মহিলা আরও জানিয়েছেন, যৌনতায় মত্ত ঐ যুগলের একটি তিন বছরের সন্তানও আছে।মা-বাবার কান্ডে নাকি ঘুম ভেঙে যায় শিশুরও।সেও তখন সমান তালে চিৎকার করতে থাকে।সব মিলিয়ে বিরক্ত মহিলা ওয়েবসাইটে ক্ষোভ প্রকাশ করেছেন।
কয়েক মাস আগে অনেক সাধ করে শহর থেকে একটু দুরে,নিরিবিলিতে এই বাড়িটি কিনেছিলেন অভিযোগকারী।সুন্দর করে সাজিয়েছিলেন নিজের বাড়ি।কিন্তু কয়েক সপ্তাহ আগে সেই বাড়ির পাশের বাড়িতে ঔই যুগল তাদের সন্তানকে নিয়ে ওঠেন।তারপর থেকেই শুরু হয় শব্দের দাপট।প্রথমে ঔ মহিলা ভেবেছিলেন,তিনি ভদ্রতার খাতিরে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না।কিন্তু তাতে লাভ হয়নি।তাই বাধ্য হয়ে পোষ্ট করেছেন ওয়েবসাইটে।
সূত্র:আনন্দবাজার পত্রিকা