Thursday, September 30, 2021

প্রতিবেশীর শীৎকারে কাঁপে বাড়ির আসবাব, রাতে জেগে বসে থাকতে হয়।

 

Sexual News
                                             প্রতীকী ছবি

প্রতিবেশীর শীৎকারে বিরক্ত তিনি।দিন-রাত যৌনতায় মত্ত থাকে প্রতিবেশী যুগল।আর তাদের শীৎকারের শব্দে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগার।মধ্য রাতে নাকি আঁতকে ওঠেন তিনি।শব্দের দাপটে নাকি কাঁপতে থাকে তার বাড়ির আসবাব! তাই নিয়ে ইংল্যান্ডের একটি ওয়েবসাইটে বিস্তারিত অভিঙ্গতার বিবরণ দিলেন একজন ব্রিটিশ মহিলা।


ঔই যুগলের মহিলা সঙ্গীটিকে নিয়ে তার অভিযোগ।মধ্যরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যায়,অভিযোগ মহিলার।তিনি আর তার স্বামী নাকি বসে থাকেন ধীর্ঘ ক্ষণ।অভিযোগকারী মহিলা আরও জানিয়েছেন, যৌনতায় মত্ত ঐ যুগলের একটি তিন বছরের সন্তানও আছে।মা-বাবার কান্ডে নাকি ঘুম ভেঙে যায় শিশুরও।সেও তখন সমান তালে চিৎকার করতে থাকে।সব মিলিয়ে বিরক্ত মহিলা ওয়েবসাইটে ক্ষোভ প্রকাশ করেছেন।


কয়েক মাস আগে অনেক সাধ করে শহর থেকে একটু দুরে,নিরিবিলিতে এই বাড়িটি কিনেছিলেন অভিযোগকারী।সুন্দর করে সাজিয়েছিলেন নিজের বাড়ি।কিন্তু কয়েক সপ্তাহ আগে সেই বাড়ির পাশের বাড়িতে ঔই যুগল তাদের সন্তানকে নিয়ে ওঠেন।তারপর থেকেই শুরু হয় শব্দের দাপট।প্রথমে ঔ মহিলা ভেবেছিলেন,তিনি ভদ্রতার খাতিরে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না।কিন্তু তাতে লাভ হয়নি।তাই বাধ্য হয়ে পোষ্ট করেছেন ওয়েবসাইটে।

সূত্র:আনন্দবাজার পত্রিকা

Wednesday, September 29, 2021

ছয় মাসে ৮৫ বার গর্ভবতী হয়েছেন হাসপাতালের নার্স

 

তিনি গ ভ’র্বতী হয়েছেন মাত্র ৮৫ বার। তাও আবার মাত্র ছ’মাসে। ভারতের অসমের লিলি বেগম লস্কর এই কাজেই ব্যস্ত ছিলেন গত কয়েকমাস। কিন্তু, কিভাবে তা সম্ভব?

আসলে টাকা রোজগারের জন্য অনেক কিছুই সম্ভব এখন। যেমন এই লিলি বেগম লস্কর এই ৮৫ বার গ’র্ভ’বতী হওয়ায় রোজগার করে ফেলেছেন মোট ৪০,০০০ টাকা। অসম সরকারের স্কিম অনুযায়ী, কোনও মহিলা যদি গ্রামীণ স্বা’স্থ্যকেন্দ্রে নিজের সন্তানের জন্ম দেন তাহলে তাঁকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন তিনি।

সূত্রের খবর, রেকর্ড অনুযায়ী একটি সরকারি ক্লিনিকে গত ছ’মাসে ১৬০ টি শিশুর জন্ম হয়েছে। তাদের মধ্যে অর্ধেকটাই লিলির একার। ওই স্বা’স্থ্যকেন্দ্রেরই নার্স তিনি। আর তাতেই ৪০,০০০ টাকা এসেছে তাঁর পকেটে।

করিমগঞ্জ জেলার স্বা’স্থ্য আধিকারিক সরফরাজ হক জানিয়েছেন, সরকারের তরফে পরিদর্শন করতে যাওয়াতেই ধরা পড়ে এই ঘটনা। ওই স্বাস্থ্যকেন্দ্রের কিছু কর্মীর কাছ থেকেই খবর গিয়েছিল স্বাস্থ্য আধিকারিকের কাছে। এরপরই তাঁরা পরিদর্শনে আসেন।

জানা গিয়েছে ওই স্বাস্থ্যকেন্দ্রে টাকার লেনদেনের ভার ছিল লিলির উপরেই। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন তিনি। অর্থাৎ ওই নার্স ভুয়ো নথি জমা করে নিজেকেই ৬ মাসের মধ্যে ৮৫ বার নিজেকে গ’র্ভবতী দেখিয়েছেন এবং সরকারি প্রকল্পের টাকা অসাধু উপায়ে আ’ত্মসাৎ করেছেন।

ইতিমধ্যে তাঁকে সা’সপেন্ড করা হয়েছে। তিনি জানিয়েছেন, ”আমরা নার্স’রা উপযুক্ত পা’রিশ্র’মিক পাইনা। তাই আমরা খুবই দারিদ্রের মধ্যে দিন কাটাই। সেইজন্যই এই কাজ করেছি। আমি এই কাজের জন্য দুঃ’খিত।”

Wednesday, September 15, 2021

iPhone 13: অ্যাপলের নতুন সিরিজে থাকবে 1TB ভ্যারিয়্যান্টও, 14 সেপ্টেম্বর হবে লঞ্চ

  •  AppleUpcoming Series এর iPhone 13 এবং iPhone 13 Mini হ্যান্ডসেটগুলির 64 জিবি ভ্যারিয়্যান্ট লঞ্চ করবে না
  • Apple iPhone 13 সিরিজ 14 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে
  • 1TB স্টোরেজ ভেরিয়েন্টেও iPhone 13 Pro লঞ্চ করতে যাচ্ছে Apple

      iPhone 13: অ্যাপলের নতুন সিরিজে থাকবে 1TB ভ্যারিয়্যান্টও, 14 সেপ্টেম্বর হবে লঞ্চ

      দ্বারা Digit Bangla | পাবলিশড অন 13 Sep 2021
      HIGHLIGHTS
      • AppleUpcoming Series এর iPhone 13 এবং iPhone 13 Mini হ্যান্ডসেটগুলির 64 জিবি ভ্যারিয়্যান্ট লঞ্চ করবে না

      • Apple iPhone 13 সিরিজ 14 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে

      • 1TB স্টোরেজ ভেরিয়েন্টেও iPhone 13 Pro লঞ্চ করতে যাচ্ছে Apple

      iPhone 13: অ্যাপলের নতুন সিরিজে থাকবে 1TB ভ্যারিয়্যান্টও, 14 সেপ্টেম্বর হবে লঞ্চ
      iPhone 13: অ্যাপলের নতুন সিরিজে থাকবে 1TB ভ্যারিয়্যান্টও, 14 সেপ্টেম্বর হবে লঞ্চ

      Apple iPhone 13 সিরিজ 14 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। এদিকে, রবিবার, 12 সেপ্টেম্বর, সুপরিচিত অ্যাপল বিশ্লেষক Ming-Chi Kuo অ্যাপল আইফোনের এই আপকামিং সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। Kuo এর মতে, কোম্পানি 1TB স্টোরেজ ভেরিয়েন্টেও iPhone 13 Pro লঞ্চ করতে যাচ্ছে। তিনি এও জানিয়েছেন যে অ্যাপল তার নতুন সিরিজের সাথে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট বন্ধ করতে চলেছে।

      iPhone 13: অ্যাপলের নতুন সিরিজে থাকবে 1TB ভ্যারিয়্যান্টও, 14 সেপ্টেম্বর হবে লঞ্চ

      দ্বারা Digit Bangla | পাবলিশড অন 13 Sep 2021
      HIGHLIGHTS
      • AppleUpcoming Series এর iPhone 13 এবং iPhone 13 Mini হ্যান্ডসেটগুলির 64 জিবি ভ্যারিয়্যান্ট লঞ্চ করবে না

      • Apple iPhone 13 সিরিজ 14 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে

      • 1TB স্টোরেজ ভেরিয়েন্টেও iPhone 13 Pro লঞ্চ করতে যাচ্ছে Apple

      iPhone 13: অ্যাপলের নতুন সিরিজে থাকবে 1TB ভ্যারিয়্যান্টও, 14 সেপ্টেম্বর হবে লঞ্চ
      iPhone 13: অ্যাপলের নতুন সিরিজে থাকবে 1TB ভ্যারিয়্যান্টও, 14 সেপ্টেম্বর হবে লঞ্চ

      Apple iPhone 13 সিরিজ 14 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। এদিকে, রবিবার, 12 সেপ্টেম্বর, সুপরিচিত অ্যাপল বিশ্লেষক Ming-Chi Kuo অ্যাপল আইফোনের এই আপকামিং সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। Kuo এর মতে, কোম্পানি 1TB স্টোরেজ ভেরিয়েন্টেও iPhone 13 Pro লঞ্চ করতে যাচ্ছে। তিনি এও জানিয়েছেন যে অ্যাপল তার নতুন সিরিজের সাথে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট বন্ধ করতে চলেছে।

      Advertisements
       

      আইফোন 13 এবং 13 মিনিতে  পাওয়া যাবে না 64 জিবি ভেরিয়েন্ট

      Kuo জানিয়েছেন যে AppleUpcoming Series এর iPhone 13 এবং iPhone 13 Mini হ্যান্ডসেটগুলির 64 জিবি ভ্যারিয়্যান্ট লঞ্চ করবে না। বলা হচ্ছে যে এই স্মার্টফোন 128GB, 256GB এবং 512GB ভ্যারিয়্যান্টে আসবে। যদি আমরা আইফোন 12 এবং 12 mini সম্পর্কে কথা বলি, তবে কোম্পানি তাদের দুটি ফোনের 64GB ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়ছিল, তবে এদের 512GB ভ্যারিয়্যান্ট আসেনা।

      চারটি স্টোরেজ অপশনে আসবে প্রো ভ্যারিয়্যান্ট

      Kuo তার রিপোর্টে আগের গুজব উল্লেখ করে বলেছিলেন যে iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max চারটি ভ্যারিয়্যান্টে আসবে- 128GB, 256GB এবং 1TB। এছাড়া Kuo এও জানিয়েছেন যে iPhone 13 সিরিজের সাথে সরবরাহের সমস্যা হতে পারে।

      14 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্ট

      গত সপ্তাহে, অ্যাপল 14 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং ফল ইভেন্টের জন্য আমন্ত্রণ পাঠিয়েছিল। এই ইভেন্টে, কোম্পানি আইফোন 13 সিরিজ, অ্যাপল ওয়াচ সিরিজ 7 সহ নতুন আইপ্যাড সহ এয়ারপডস 3 চালু করতে পারে।

      অ্যাপেল IPHONE 13 KEY SPECS, PRICE AND LAUNCH DATE

      Expected Price:₹89990
      Release Date:05 May 2021
      Variant:64 GB/4 GB RAM
      Market Status:Upcoming

      KEY SPECS

      • Screen SizeScreen Size
        6.2" (1170 X 2532)
      • CameraCamera
        13 + 13 | 13 MP
      • MemoryMemory
        64 GB/4 GB
      • BatteryBattery
        3285 MAh

      Thursday, September 9, 2021

      ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়, ভেঙে পড়তে পারে বিশ্বের ইন্টারনেট যোগাযোগ

       

      আসছে ভয়ঙ্কর সৌরঝড়। যার কারণে ভেঙে পড়তে পারে পুরো বিশ্বের সার্বিক ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। আর তা স্থায়ী হতে পারে কয়েক সপ্তাহ বা কয়েক মাসও।

      এই ধরনের সৌরঝড়কে বিজ্ঞানের ভাষায় করোনাল মাস ইজেকশান (সিএমই) বলা হয়। যা গোটা সৌরজগতের জন্য অত্যন্ত বিপজ্জনক।

      মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাস্ট্রের আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় এই সতর্কতার কথা জানানো হয়েছে। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পার হয়ে একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায় আছে। মঙ্গলবার অনলাইনে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।

      গবেষকরা জানিয়েছেন, এ বার যে সৌরঝড় আসছে এরকম ভয়ঙ্কর সৌরঝড়ের আঘাত আধুনিক পৃথিবী এর আগে মুখোমুখি হয়েছিল ১৮৫৯ আর ১৯২১ সালে। সে অনুযায়ী, ১০০ বছর পর আবার ভয়ঙ্কর সৌরঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবী। ১৯২১ সালে ‘ক্যারিংটন এফেক্ট’ নামে ভয়ঙ্কর সৌরঝড় আছড়ে পড়ায় পৃথিবীর যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা অভূতপূর্ব। সেই সৌরঝড়ের আঘাতে পৃথিবীকে ঘিরে থাকা বিশাল চৌম্বক ক্ষেত্রে বড় বড় ফাটল ধরেছিল। আর তার ফাঁক দিয়ে পৃথিবীতে ঢুকেছিল অত্যন্ত বিষাক্ত সৌরকণা আর মহাজাগতিক রশ্মি। টেলিগ্রাফের তার বিকট শব্দে ফেটে গিয়ে দাউদাউ করে জ্বলেছিল লম্বা সময় ধরে

      গবেষকরা লিখেছেন, “এমন ভয়ঙ্কর সৌরঝড় বা সিএমই’র পৃথিবীর উপর আছড়ে পড়ার সম্ভাবনা প্রতি দশকে থাকে ১.৬ শতাংশ থেকে ১২ শতাংশ। এ বার তেমনই একটি সিএমই’র আঘাত সহ্য করতে হতে পারে পৃথিবীকে। যার সম্ভাবনা খুব বেশি।”

      ১৮৫৯ এবং ১৯২১ সালের মতো তীব্রতায় অতটা না হলেও ১৯৮৯ সালের মার্চে যে সিএমই ধেয়ে এসেছিল পৃথিবীর দিকে তার আঘাতে কানাডার কুইবেক প্রদেশে টানা নয় ঘণ্টা ‘ব্ল্যাক আউট’ হয়েছিল।

      সূত্র: আনন্দবাজার পত্রিকা।

      Sunday, September 5, 2021

      করোনাভাইরাস: যেসব নিয়ম মেনে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

       

      স্কুলে পাঠদান শুরু হতে যাচ্ছে প্রায় দেড় বছর পরে

                                       স্কুলে পাঠদান শুরু হতে যাচ্ছে প্রায় দেড় বছর পরে

      প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর বাংলাদেশে ১২ সেপ্টেম্বর হতে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে তার বিস্তারিত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনাভাইরাস মহামারীর পর গত বছরের মার্চের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।

      রবিবার ঢাকার সচিবালয়ে এক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের কাছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি প্রস্তুতি এবং পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

      তিনি বলেন অগাস্টের শেষ দিকে সংক্রমনের হার কমে যাওয়াতে তারা ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বহাল রেখেছেন। সেদিন থেকে প্রাথমিক , মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিকসহ সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান শুরু করবে।

      তবে এক্ষেত্রে কিছু সরকারী নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি।

      তিনি বলেন যেহেতু প্রায় ১৭ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছে, তাই খোলার জন্য সার্বিক প্রস্তুতির দরকার রয়েছে। একই সঙ্গে নতুন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে সচেতনতা সৃষ্টির বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি। 

      যেসব নির্দেশনা মেনে চলতে হবে:

      শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণীকক্ষে পাঠদান শুরু করলেও সেখানে বেশ কিছু নিয়ম-কানুন এবং নির্দেশনা মেনে চলতে হবে:

      •শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা কার্যক্রম চালাতে হবে।

      •স্কুলে স্যানিটাইজ করার ব্যবস্থা রাখতে হবে। স্কুলে যেতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক

      •চলতি বছর এবং সামনের বছর যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে, তাদের প্রতিদিনই ক্লাস নেয়া হবে।

      •প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর ক্লাসও চলবে প্রতিদিন।

      •প্রাথমিক স্কুলে প্রথম হতে চতুর্থ শ্রেণী এবং হাইস্কুলে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণীর ক্লাস চলবে সপ্তাহে একদিন করে।

      •স্কুলে কোন অ্যাসেম্বলি হবে না। খেলাধূলা হবে স্বল্প পরিসরে। লাইন বেঁধে ক্লাসে ঢুকতে হবে এবং বেরুতে হবে।

      •শুরুতে দিনে ৪ হতে ৫ ঘণ্টা করে ক্লাস নেয়া হবে। পরে সময় আরও বাড়ানো হবে।

      •বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেটের সভা করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে

      Saturday, September 4, 2021

      স্কুল-কলেজ খুললেও ক্লাস হবে সপ্তাহে একদিন

      দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পাশাপাশি আগামী বছরের জন্য নতুন সিলেবাস প্রণয়নের কথাও জানান উপমন্ত্রী।

      শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। নওফেল জানান, আগামী বছর থেকে নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস-পরীক্ষা চলবে।

      শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী যে সুনির্দিষ্ট তারিখ দিয়েছেন তারপর থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা উপমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা করছি আমরা। আপাতত এটাই আমাদের পরিকল্পনা। তবে সেটা পরিবর্তন হতে পারে।

      তিনি আরও বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মাধ্যমে নেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

      উপমন্ত্রী বলেন, আমরা নতুন সিলেবাস প্রণয়নের রূপরেখা দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরই নতুন এ সিলেবাস বাস্তবায়ন করতে পারবো।

      সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে বেশ ক্ষতি হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনলাইনে ও টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি।

      Whatsapp: মাত্র দু’মাস, তার পরেই এই ফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না, দেখে নিন তালিকা

       

      Whatsapp

      একাধিক স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। হাতে মাত্র দু’মাস সময়, তারপরেই চালু হবে হোয়াটসঅ্যাপ-এর নতুন নিয়ম। ১ নভেম্বর থেকেই ৪৩টি ফোনে বন্ধ হয়ে যাবে এই মেসেজিং অ্যাপটি। এই তালিকায় রয়েছে পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলি।

      হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে নিশ্চিত করে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এই সমস্ত ফোন প্রস্তুতকারক সংস্থার তরফ থেকেও পাওয়া গিয়েছে নিশ্চয়তা, ফলে কয়েকদিনের মধ্যেই নতুন ফোন কিনতে হতে পারে আপনাকে।

      এ বার একনজরে দেখে নিন, ঠিক কোন কোন ফোনগুলিতে দু’মাস পর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

      1. স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২
      2. এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু
      3. সোনি এক্সপিরিয়া
      4. হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু
      5. অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস
      গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপ-এর নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা চলছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলেই খবর। যদিও হোয়্যাটসঅ্যাপ সবসময়েই দাবি করেছে, অ্যাপে নিরাপত্তার কোনও অভাব নেই। এখানে দেওয়া বার্তা ও ছবি সব সময়েই নিরাপদ।