করোনা মহামারির ২য় ঢেউ শুরু হওয়ার পর আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে।২০১৯ সালের পর গত বছরের শেষ অর্ধে এই হার বেড়েছে ১৬ শতাংশ। কেবল ২ মাসে যতো জাপানি আত্মহত্যা করেছেন, করোনায় সব মিলেও এত মৃত্যু হয়নি দেশটিতে।এ গবেষণায় বলা হচ্ছে করোনার শুরুর দিকে সরকারের ভর্তুকি, কর্মঘন্টা কমে যাওয়া আর স্কুল কলেজ বন্ধ থাকায় ফুরফুরে মেজাজে ছিলো সবাই। কিন্তু মহামারি দির্ঘায়িত হওয়ায় মানষিক স্বাস্থ্যের ওপর চাপ বেড়েছে। তাদের তথ্য বলছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে আত্মহত্যা করেছেন ৯৫৬৬ জন জাপানি। আগের বছরের তুলনায় নারিদের মধ্যে আত্মহত্যার পরিমাণ বেড়েছে ৩৭ শতাংশ। উন্নত জীবন জাপনের দেশ জাপানে সবচেয়ে বড় সামাজিক সমস্যা মনে করা হয় আত্মহত্যাকে।বছরে ২০ হাজেরর বেশি লোক নিজেই নিজের জীবনে শেষ করে দেয়।
Sunday, January 17, 2021
Covid-19 Solidarity Response Fund - Donate Now to the WHO
Subscribe to:
Comments (Atom)